তোমারই আছি-Tomari Achi Lyrics Imran Mahmudul | Labiba
তোমাকে না দেখে দেখে
থাকা যায় না কেন?
হৃদয়ের গভীরে তুমি
তুমি আয়না যেন।
আমি নিষ্প্রাণ তুমিহীনা
না দেখে বাঁচি না,
না দেখে বাঁচি না।
তুমি আমারই আছো
আমি তোমারই আছি,
তোমার ভালোবাসায়
ছায়াতে মায়াতে, চাওয়াতে পাওয়াতে
নিঃশ্বাসে প্রশ্বাসে, বিশ্বাসে,
এ মনে গোপনে সম্মুখে পেছনে
রয়েছো বুকেরই বাঁ-পাশে।
পথেরই চলাতে, মুখেরই বলাতে
কাউকে আর দেখিনা ..
তুমি আমারই আছো
আমি তোমারই আছি,
হো, তোমার ভালোবাসায়
প্রতিদিন আমি বাঁচি।।
ভাবনা জগতে, কল্পনা গল্পতে
অল্প না বেশিটা জুড়েই তো,
বুঝেও অবুঝ তোমাকে পাই খুঁজে
খুব কাছে নও তুমি দূরেই তো।
সুখেরি ছোঁয়াতে ডুবেছি তোমাতে
ছুঁয়ে দেখি সে কি-না ..
তুমি আমারই আছো
আমি তোমারই আছি,
হো, তোমার ভালোবাসায়
প্রতিদিন আমি বাঁচি।।
- Song : Tomari Achi
- Singer : Imran Mahmudul & Labiba
- Lyrics : Kabir Bakul
- Tune, Music & Programming : Imran Mahmudul
- Director : Saikat Reza
- Dop : Bikash Saha
- Edit & Color : SM Tushar
- Production : SR Film
- Label : Central Music and Video [CMV]
Post a Comment