পিয়া রে পিয়া রে || Piya Re Piya Re Lyrics || Chirodini Tumi Je Amar
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে।
ভালবাসা কেন এত অসহায়
বুকে প্রেম মনে আশা নিভে যায়,
ভালবাসা কেন এত অসহায়
বুকে প্রেম মনে আশা নিভে যায়,
এই পথে আজ আছি একই সাথে
কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়,
পিয়া রে পিয়া রে
কাঁদে মন কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে।।
ভালবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত,
ভালবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত,
দিলও ব্যাথা আঁধারের নিরবতা
মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে চাঁদ,
পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে।।
ভালবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়,
ভালবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়,
ঘর ছেড়ে চলে এসে এত দূরে
প্রেম যেন খুঁজে ফেরে তার পরিচয়,
পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে।।
- Song Name : Piya Re Piya Re
- Film Name : Chirodini Tumi Je Amar
- Singer : Zubeen Garg
- Lyrics : Priyo Chattopadhyay
- Music : Jeet Gannguli
- Direction : Raj Chakraborty
- Screenplay : N.K. Salil
- Label : SVF
Post a Comment