পালাবি কোথায়-Palabi Kothai Lyrics Anika | Nargis Fakhri




নেশা নেশা লাগেরে
নেশা লাগে মনে,
যাবিরে তুই পুড়ে
এই রুপেরই আগুনে। 

আরে নেশা নেশা লাগেরে
নেশা লাগে মনে,
যাবিরে তুই পুড়ে
এই রুপেরই আগুনে।

সাপের লেজে দিসনা পাড়া
চোখের নজরে যাবি যে মারা ..

পালাবি কোথায়, পালাবি কোথায়
নাইরে উপায়, নাইরে উপায়,
পালাবি কোথায় এ পালাবি কোথায়
নাইরে উপায়, নাইরে উপায়।। 

একা একা লাগে রে
একা লাগে বনে,
সবই হবে হবেরে
হবে যে গোপনে। 

এ.. একা একা লাগে রে
একা লাগে বনে,
সবই হবে হবেরে
হবে যে গোপনে। 

এই বনে নাই রাজা আমি যে রাণী
আজ রাতে হবে চোখের মাস্তানি, হায় ..

পালাবি কোথায়, পালাবি কোথায়
নাইরে উপায়, নাইরে উপায়,
পালাবি কোথায় এ পালাবি কোথায়
নাই রে উপায়, নাই রে উপায়।। 

            • Song Name : Palabi Kothay
            • Singer : Anika
            • Lyrics And Tune : Taposh
            • Music : Taposh X Apeiruss
            • Produced & Styled by : Farzana Munny
            • Directed by : Adil Shaikh from TM Productions
            • Audio : TM Records

Post a Comment

Previous Post Next Post