নিশিথে যাইও ফুলবনে || Nishithe Jaiyo Phulobone Lyrics || Madol Folk Band


নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা 
নিশিতে যাইও ফুলবনে,
নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা 
নিশিতে যাইও ফুলবনে।। 

জ্বালায়ে চান্দের বাতি
জেগে রব সারা রাতি গো,
জ্বালায়ে চান্দের বাতি
জেগে রব সারা রাতি গো,
আমি কব কথা..
কব কথা শিশিরের সনে, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে,
নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা 
নিশিতে যাইও ফুলবনে।। 

যদিবা ঘুমায়ে পড়ি
স্বপনের পথ ধরি গো,
যদিবা ঘুমায়ে পড়ি
স্বপনের পথ ধরি গো,
তুমি নীরব চরণে যাইও, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে,
তুমি নীরব চরণে যাইও, রে ভ্রমরা
নিশিতে যাইও ফুলবনে।। 

আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না। 

আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না,
তুমি নীরব চরণে যাইও, রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলবনে,
তুমি নীরব চরণে যাইও, রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলবনে। 

নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা 
নিশিতে যাইও ফুলবনে,
নিশিতে যাইও ফুলবনে, রে ভ্রমরা 
নিশিতে যাইও ফুলবনে।। 
          • Song Name : Nishithe Jaiyo Fulobone
          • Lyrics : Sheikh Vanu
          • Artist : Madol Folk Band 
          • Recordist : Gautam Debnath
          • Madol Band Members : Dr. Rita Saha, Rishika Mandal, 
          • Trisha Majumder, Shreya Naskar, Dattatriya Ghoshal
          • And Pampa Mistry
          • Label : SVF Devotional

Post a Comment

Previous Post Next Post