নিকোটিন NICOTINE LYRICS-Arman Alif - Chandrabindu

নিকোটিন NICOTINE LYRICS-Arman Alif - Chandrabindu



কোনো এক রাতের কিছু লুকোনো দীর্ঘশ্বাস ছিল
ধরা ছোঁয়ার বাইরে থাকা কিছু গল্পেরা জেগে ছিল
প্রিয় গানটার সুরের মাঝেও ছিল তার আসা যাওয়া
এই অবেলায় কেনো এভাবে আমার একলা হয়ে যাওয়া
আজোও কেনো কেউ ছায়া হয়ে পাশে ধীর পায়ে হাঁটে
সে হীনা সব ঘোরগুলো কেন নিকোটিনেই কাটে
ভালোবাসি বলে জড়াবো মায়ায় স্বপ্ন একে রাখি
অনেক আড়ালে সরে গেলেও তোমার মাঝেই থাকি


তোমার শহরের কোণে কেউ মায়া জমায় কি?
আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি?
সেই নীল শাড়ি আমার বাড়াবাড়ি মনে পড়ে কি?
জোনাক পোকারা তোমায় এখনো আর গল্প শোনায় কি?
আজোও কেনো কেউ ছায়া হয়ে পাশে ধীর পায়ে হাঁটে
সে হীনা সব ঘোরগুলো কেন নিকোটিনেই কাটে
ভালোবাসি বলে জড়াবো মায়ায় স্বপ্ন একে রাখি
অনেক আড়ালে সরে গেলেও তোমার মাঝেই থাকি


কার চোখে কি স্বপ্ন এঁকে আজ নিজেকে হাসাও
কোন আড়ালে লুকাও তোমায় তুমি কেমন চোখে তাকাও
কখনো কি আর একলা লাগে তোমার আমার কারণে?
যদি লাগে তবে কি ভুলে আমাকে হারালে?
আমারো খুব একলা লাগে আজ তোমার কারণে
সত্যি বলছি আর যাবো না আবারো ফিরে পেলে
তবুও যদি একলা লাগে খুব আমার অভাবে
পাশে চেয়ে দেখো আছি আজোও আমি 
তোমার ছায়া হয়ে..


          • Vocal, Music & Lyrics: Arman Alif
          • Record & Mixing: B-Musik

Post a Comment

Previous Post Next Post