মৃত আত্মা || Mrito Attha Lyrics || Gogon Sakib Bangla Song
আমার টাকা নেই বলে
ওরে তুইও গেলি চলে,
তুই ছাড়া এই আমার
আজ ভেতর টা জ্বলে।
তুই পরের বাহুডোরে
আমার ভেতর যাচ্ছে পুড়ে,
তুই হীনা এই আমিটা
তিলে তিলে যাচ্ছে মরে।
আমার পুড়ছে পুড়ুক বুক
তুই কুড়া রে তোর সুখ,
তবু মরার আগেও আমি
দেখবো না রে তোর মুখ।
আমার মৃত আত্মাটা
তোরে ডাকবে একদিন খুব,
আমি দেখবো সেই দিন তুই
ওরে কেমনে রবি চুপ।।
আমার শূন্য পকেট অভাব
তার পাল্টে গেছে স্বভাব,
তার মনের রাজ্যে নিল
দখল নতুন কোন নবাব।
আমার ভীষণ কষ্ট হয়
আহা সে তো আমার নয়,
ওরে কোরলরে সে এক
হায়রে নিখুত অভিনয়।
আমার পুড়ছে পুড়ুক বুক
তুই কুড়া রে তোর সুখ,
তবু মরার আগেও আমি
দেখবো না রে তোর মুখ।
আমার মৃত আত্মাটা
তোরে ডাকবে একদিন খুব,
আমি দেখবো সেই দিন তুই
ওরে কেমনে রবি চুপ।।
- Song Name : Mrito Attha
- Singer : Gogon Sakib
- Lyrics : Johurul Islam Joni & Gogon Sakib
- Music : Jami Ul Hasan
- Edit And Color : Mobarok Hossain
- Produced : Prince Samsul
- Production : Samsul Official
- Label : Samsul Official Music
Post a Comment