মাইলের পর মাইল || Mailer Por Mail Lyrics || Hasan Bangla Song
আমি মাইলের পর মাইল
পেরিয়ে আজ কি পেলাম,
যেন বদলে গেছো তুমি
ভুলে গেছো কি তোমার ছিলাম।
বন্ধু অজানা ভুলে
স্মৃতি গুলো নিয়েছো তুলে,
শুধু রেখেছো আমায়
বিরহেরও অশ্রুধারায়।
আমি মাইলের পর মাইল
পেরিয়ে আজ কি পেলাম,
যেন বদলে গেছো তুমি
ভুলে গেছো কি তোমার ছিলাম।।
সাগরের মাঝে জোয়ারের তোড়ে
যেমন তরী ভেসে যায়,
তেমনি এ হৃদয় তরী
হারানো ব্যথা বেদনায়।
বন্ধু অজানা ভুলে
স্মৃতি গুলো নিয়েছো তুলে,
শুধু রেখেছো আমায়
বিরহেরও অশ্রুধারায়।।
দুরগম মরু দূর দিগন্তে
পথে আমার হাহাকার,
প্রেয়সী গুলিয়ে যাই
কি যে স্বপ্ন তোমাকে পাবার।
বন্ধু অজানা ভুলে
স্মৃতি গুলো নিয়েছো তুলে,
শুধু রেখেছো আমায়
বিরহেরও অশ্রুধারায়।
আমি মাইলের পর মাইল
পেরিয়ে আজ কি পেলাম,
যেন বদলে গেছ তুমি
ভুলে গেছ কি তোমার ছিলাম।
বন্ধু অজানা ভুলে
স্মৃতি গুলো নিয়েছো তুলে,
শুধু রেখেছো আমায়
বিরহেরও অশ্রুধারায়।।
- Song Name : Mailer Por Mail
- Singer : Hasan
- Music : Arman Khan
- Director : Supal
- Label : Sangeeta
Post a Comment