মা-Maa Lyrics Rahul Dutta | Mothers Day Bengali Song
মা, তুমি আমার ভালো মা
তুমি অন্য কারো না,
বলো ছেড়ে যাবে না ?
ও মা, তুমি আমার ভালো মা
তুমি অন্য কারো না,
বলো ছেড়ে যাবে না?
এই জীবনের প্রথম দিনের বন্ধু তুমি মা
চোখ খুলেই
আমি তোমায় প্রথম দেখেছিলাম মা,
না বুঝেই আমি তোমায় কত কষ্ট দিয়েছি
তবু আমার তোমার ভালোবাসার
কম তো পড়েনি।
তোমার জন্য এই গান গাওয়া
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা,
আমার চোখে তুমি অনন্যা।
মা, তুমি আমার ভালো মা
তুমি অন্য কারো না,
বলো ছেড়ে যাবে না ?
যন্ত্রনা, কত সয়ে নিয়েছো
বুঝতেও দাওনি আমাকে,
ভয় পেলেই, তুমি আগলে রেখেছো
কেঁদেছি তোমার আঁচলে।
এখনো তোমার কোলে
খুব শান্তি লাগে,
কখনো ভিড়ের মাঝে
খুব একা লাগে .. ও মা
আমি হেরে যাবোনা,
তোমায় দুঃখ দেবোনা,
বলো ছেড়ে যাবে না ?
ও মা, তুমি আমার ভালো মা
তুমি অন্য কারো না,
বলো ছেড়ে যাবে না ?
ও মা ..
- Song Name : Maa
- Vocal, Tune And Lyrics : Rahul Dutta
- Music Production : Atishay Jain
- Mix And Master : Suraj Nag
- Mandolin : Subham Kanjilal
- Cinematography : Rohan Kumar Paul
- Edit And CC : Rohan Kumar Paul
- Video Production : Bila Boy Entertainment
- YT Thumbnail : Saikat Das
- Digital Audio Album Art : Taniya Das
- Music Label : RD Records
Post a Comment