কোনো দিনো কি ||  Kono Dino Ki Lyrics || Shiekh Sadi | Samiur Rahman


কোনদিনও কি ভালোবাসোনি 
আমাকে তুমি সত্যি করে ?
বলিনি আমি, বোঝোনি তুমি
সরেছো দূরে কেমন করে। 

আমি আমার ভিতর তোমায় পাই শুধু
তুমি ছাড়া মন করে দুরু দুরু,
তোমায় দিয়ে আমার হয় শুরু,
তুমি নাই তাই সব যেন কালো জাদু। 

হবে কখনো তুমি আমারও
ব্যাথাগুলো সব হবে পুরনো,
জানি ভাঙবো না আজ
হাত ছাড়বো না আজ,
তুমি হলে আমার
কিছু চাইবো না.. আমি
আমার ভিতর তোমায় পাই শুধু
তুমি ছাড়া মন করে দুরু দুরু,
তোমায় দিয়ে আমার হয় শুরু,
তুমি নাই তাই সব যেন কালো জাদু। 

          • Song Name : Konodino Ki 
          • Singer : Shiekh Sadi And Samiur Rahman Samir
          • Lyrics And Tune : Samiur Rahman Samir And  Shiekh Sadi
          • Music : Samiur Rahman Samir
          • Directer By : Rakib Ahmmed

Post a Comment

Previous Post Next Post