কেন কান্না পায় || Keno Kanna Pay Lyrics || Rishi Panda | Jamaica Farewell


হাঁটতে হাঁটতে দেখো পথ ফুরায়
আমাদের এই গল্পেরা ক্লান্ত হয়,
তোমার চোখেও অল্প জল
কেন আমায় দেখেই মুখ লুকায়?
এই ক্লান্ত মন
শুধু চায় শ্রাবণ,
তাকে শান্তি দাও এই ঘরের কোন,
ঘর ঝাপসা হয়, ভালোবাসার দায়
তাকে বলতে পারিনি কেন কান্না পায়।

তোমার তুলির আঁচড় দিয়ে
তুমি বাড়িয়ে দিলে স্মৃতি র ঋণ,
উঠোন ভেজা বৃষ্টি হয় 
এই বুকের ভিতর রাত্রি দিন। 
এই মেঘলা দিন
লাগে খুব মলিন,
তাকে শান্তি দাও, হও শব্দহীন,
সব হারিয়ে যায়, ভালোবাসার দায়
তাকে বলতে পারিনি কেন কান্না পায়। 

খাতার ভাঁজে ফুলের খোঁজে
দেখ কাটছে এখন রাত্রিদিন,
তোমার শাড়ির গন্ধে মেখে থাকা
আলগোছে এক সেফটিপিন। 
সেই রঙ্গিন কাঁচ, সুখের দিন
ফিরবে না আর কোনোদিন,
সব ফুরিয়ে যায়, ভালোবাসার দায়
তাকে বলতে পারিনি কেন কান্না পায়।

            • Song Name : Keno Kanna Pay (Jamaica Farewell Bengali Version)
            • Singer And Mix : Rishi Panda
            • Bengali Lyrics : Suranjan Das 
            • Video : Subhadip Mondal
            • Edit And Color : RIshi Panda

Post a Comment

Previous Post Next Post