কে রাখে আমারে-Ke Rakhe Amare Lyrics  Imran Mahmudul


এভাবে যদি যাবে চলে
এসেছিলে কেন তাহলে ?
এভাবে যদি যাবে চলে
এসেছিলে কেন তাহলে?
চলে গেলে না বলে
চলে গেলে না বলে,
একলা একা করে। 

কে রাখে আমারে, ভুলায় তোমারে
কে রাখে আমারে, ভুলায় তোমারে।।

রাখোনি যা দিয়েছিলে কথা
বোঝনি ব্যথির ও কি ব্যথা,
রাখোনি যা দিয়েছিলে কথা
বোঝনি ব্যথির ও কি ব্যথা,
কি কারনে, কি অভিমানে
কি কারনে, কি অভিমানে,
আছো এতটা দূরে। 
কে রাখে আমারে ভুলাই তোমারে,
কে রাখে আমারে ভুলাই তোমারে।

আঘাতে আঘাতে ভেঙেছো মন
হয়েছো এতটা পর কখন,
আঘাতে আঘাতে ভেঙেছো মন
হয়েছো এতটা পর কখন,
একা একা বেঁচে থাকা
একা একা বেঁচে থাকা,
শুধু তোমাকে ঘিরে। 

কে রাখে আমারে, ভুলায় তোমারে
কে রাখে আমারে, ভুলায় তোমারে।।
            • Song : Ke Rakhe Amare
            • Singer : Imran Mahmudul 
            • Lyrics & Tune : Jisan Khan Shuvo 
            • Music Praogramming & Mix Master : Imran Mahmudul
            • Director & DOP : Chandan Roy Chowdhury 
            • Edit & Color : Chandan Roy Chowdhury 
            • Post Production : Black Cat Studio 
            • Label : Dhruba Music Station 

Post a Comment

Previous Post Next Post