হারিয়ে গেলাম-Hariye Gelam Lyrics Papon | Luipa | Taposh
আর কিছু নেই, নেই হারাবার
কি আছে বলো তোমাকে দেবার।
আর কিছু নেই, নেই হারাবার
কি আছে বলো তোমাকে দেবার।
এই মন তোমাকে দিলাম
হারিয়ে গেলাম হৃদয়ে তোমার ..
আর কিছু নেই, নেই হারাবার
আমার এই এলোমেলো সব ভাবনায়
এই মন তোমাকে চায় শুধু চায়,
যতো পায় তত চায়, যে তোমায়।
চলো যাই যে দিকে দুচোখ যেতে চায়
যেখানে ভালোবেসে মেঘেরা লুকায়,
স্বপ্নের সেই ঠিকানায়।
দুটি মন, মিশে একাকার
চলো ডুবে যাই, না জেনে সাঁতার ..
আর কিছু নেই, নেই হারাবার
কি আছে বলো তোমাকে দেবার।
এই মন তোমাকে দিলাম
হারিয়ে গেলাম, হৃদয়ে তোমার।।
- Song Name : Hariye Gelam
- Singer : Luipa And Papon
- Lyrics, Music And Tune : Taposh
- Directed By : Adil Shaikh
- Produced And Styled by : Farzana Munny
- Label : TM Records
Post a Comment