এটা ভালবাসা নয় বেশি কিছু || Eta Valobasa Noy Beshi Kichu Lyrics || Imran Mahmudul
আমি.. বাঁচবো না তুই ছাড়া
এটা ভালবাসা নয় বেশি কিছু,
আমি.. থাকবো না তুই ছাড়া
যত স্বপ্ন আমার নেয় তোরই পিছু।
ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই।
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।
আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।।
যখনি দেখি তোকে, মনে হয় স্বপ্নলোকে
খুঁজে পেয়েছি আমার ঠিকানা,
মানিয়ে নে না এবার, জানিয়ে দে না এবার
করিস না আর তুই বাহানা।
ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই।
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।
আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।।
হাজার মুখের ভিড়ে
থাকিস তুই আমায় ঘিরে,
হৃদয়ে শুধু তোরই বাসনা।
এগিয়ে দে না আমায়, এগিয়ে নে না আমায়
একা এই পথে যাবো না।
ও তোরই মত এত আপন আমার কেহ নাই
তোরই চোখে চেয়ে আমার পৃথিবী দেখতে পাই।
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই
বলতে চাই, ভালোবাসি এ কথাই বলতে চাই।
আমি বাঁচবো না তুই ছাড়া
এটা ভালোবাসা নয় বেশি কিছু।।
- Song Name : Eta Valobasa Noy Beshi Kichu
- Film Name : Psycho
- Vocal, Tune And Music : Imran Mahmudul
- Lyrics : Robiul Islam Jibon
- Music Programming : Imran Mahmudul
- Directed By : Anonno Mamun
- DOP : Mehedi Rony and M.A Mannnan
- Editor: Halim Ahmed Atish And Jamrul Razu
- Produced By : Celebrity Production
- Label : iTheatre
Post a Comment