এমন দিনে তারে বলা যায় Lyrics In Bengali :

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়,
এমন দিনে মন খোলা যায়
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়,
এমন দিনে তারে বলা যায়।
সে কথা শুনিবে না কেহ আর
নিভৃত নির্জন চারিধার,
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার,
জগতে কেহ যেন নাহি আর।
সমাজ সংসার মিছে সব
মিছে এ জীবনের কলরব,
কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব,
আঁধারে মিশে গেছে আর সব
তাহাতে এ জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মনোভার
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে,
দু কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কিবা কার
ব্যাকুল বেগে আজি বহে বায়
বিজলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়,
এমন ঘনঘোর বরিষায়
এমন দিনে তারে বলা যায়


            • Song Name : Emono Dine Tare Bola Jay
            • Lyrics : Rabindranath Tagore
            • Parjaay : Prem-248
            • Upa-parjaay : Prem Boichitra
            • Raag : Desh
            • Taal : Teyora

Post a Comment

Previous Post Next Post