Bismillah Title Track Lyrics Arijit Singh


শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ

এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ,

ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি

বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী। 


এ পথে কোনো ঋণ নেই,

ফেলে আসা দিন নেই

শুরুতেই ফিরে এসো তুমিও,

ছেড়ে যাওয়া হাত নেই, 

ভাসানেরও রাত নেই

মাঝে অবসর পেলে ঘুমিও। 


শুরুর কথাই লেখা আছে তাই 

শুরুর কাছে একা ফিরলাম,

যত ভাঙন তুলে নিক এ মন

বলতেই হবে বিসমিল্লা। 


শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ

এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। 


এ পথে কোনো ঋণ নেই,

ফেলে আসা দিন নেই

শুরুতেই ফিরে এসো তুমিও,

ছেড়ে যাওয়া হাত নেই, 

ভাসানেরও রাত নেই

মাঝে অবসর পেলে ঘুমিও। 


শুরুর কথাই লেখা আছে তাই 

শুরুর কাছে একা ফিরলাম,

যত ভাঙন তুলে নিক এ মন

বলতেই হবে বিসমিল্লা। 


ভালোবাসে যে চোখ,

ছেড়ে যাওয়া পালক

আক্ষেপ বাতাসে ভাসাও,

হেঁটে চলো সামনে 

অতীতেরও নাম নেই 

চুপ থাকে সে ছেড়ে আশাও। 


বয়ে যাক নদী আর 

এ গ্রহের আছে যা ভুল,

সয়ে যাক পিছুটান 

বোনা হোক নতুন আঙ্গুল। 


এ পথে কোনো ঋণ নেই,

ফেলে আসা দিন নেই

শুরুতেই ফিরে এসো তুমিও,

ছেড়ে যাওয়া হাত নেই, 

ভাসানেরও রাত নেই

মাঝে অবসর পেলে ঘুমিও। 

আ আ আ আ....


শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ

এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ,

ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি

আ আ আ আ ....


            • Song : Bismillah Title Track
            • Film Name : Bismillah 
            • Singer : Arijit Singh 
            • Lyrics : Srijato
            • Music : Indraadip Das Gupta 
            • Music Programming : Shamik Chakravarty
            • Mixed and Mastered by : Subhadeep Mitra
            • Directed by : Indraadip Das Gupta 
            • DOP : Subhankar Bhar 
            • Edit : Sujay Dutta Roy 
            • Produced by : Kaleidoscope
            • Presented by : Samiran Das
            • Label : SVF Music

Post a Comment

Previous Post Next Post