Barir Pashe Modhumoti Lyrics-বাড়ির পাশে মধুমতি লিরিক্স
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।। (২)
ভাদ্র মাসের আকাশ আমার
সাদা মেঘের বেলা.,
কোথায় রইলা প্রান বন্ধুয়া
রাখিয়া একেলা।। (২)
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ঢেউরে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।। (২)
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতী
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুন খরা,
বন্ধু বিনে আমার জীবন
প্রান থাকিতেও মরা।। (২)
সব কথা কি যাইরে বলা
আমি ভালো নাইরে।।
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে। (২)
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।।
- গানঃ বাড়ির পাশে মধুমতি
- Title: Barir Pashe Modhumoti
- গীতিকারঃ ফজলুর রহমান বাবু
- শিল্পীঃ ফজলুর রহমান বাবু
Post a Comment