আয় বৃষ্টি ঝেঁপে-Aye Bristy Jhepe Lyrics Imran | Kona | Golui
দেওয়া রে..
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে,
ধানের ভেতর পোকা
জামাইবাবু বোকা।
দেওয়া রে ..
আয় আয় আয় রে দেওয়া
আয় রিমঝিম বরষায়,
হৃদয়ে বুনেছি আশা তোরই ভরসায়।
আয় আয় আয় রে দেওয়া
আয় রিমঝিম বরষায়,
জমিনে দিয়েছি হাল তোরই ভরসায়।
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে,
ধানের ভেতর পোকা
দেওয়া রে ...
খোঁপায় দেবো কদম ফুল
মনের বাসনা,
তোরই স্নেহে ধন্য হবে
সাধের সাধনা।
আয় বর্ষা আয় হৃদয় পুড়ে যায়
দিন যে শুকায় তোর আশায়।
দেওয়া রে ...
আয় আয় আয় রে দেওয়া
আয় রিমঝিম বরষায়,
জমিনে দিয়েছি হাল তোরই ভরসায়।
- Song Name : Aye Bristi Jhepe
- Film Name : Golui
- Singer : Imran Mahmudul & Dilshad Nahar Kona
- Lyrics : Jewel Mahmud
- Tune and composer : Emon Saha
- Directed by : S A Haque Olike
- Dop : Samsul Islam Lellin
- Edit : Md Shahidul Haque
- Produced by : Khourshed Alam Khosru
- Story : Khourshed Alam Khosru
- Distribution by : TOT Films
Post a Comment