আসবে না ফিরে || Ashbe Na Fire Lyrics || Eemce Mihad | Tuhin | Miraz
মনেরই ঘরে, আসো না একা
পুরোনো কথা, বলোনা অযথা,
মনেরই ঘরে, আসো না একা
পুরোনো কথা, বলোনা অযথা।
কি হবে ভেবে পুরোনো কথা
যা গেছে চলে,
কি হবে ভেবে পুরোনো কথা
যা আসবে না ফিরে।
মনেরই ঘরে, আসো না একা
পুরোনো কথা, বলনা অযথা।।
যে যায় চলে
তাকে যায়না পাওয়া,
ডাকলে হাজারো তাকে।
সে কখনো
দেবে না দেখা,
আঁধার আসে জীবনে নেমে।
কি হবে ভেবে পুরোনো কথা
যা গেছে চলে,
কি হবে ভেবে পুরোনো কথা
যা আসবে না ফিরে।
মনেরি ঘরে, আসো না একা
পুরোনো কথা, বোলোনা অযথা।।
- Song Name : Ashbe Na Fire
- Singer : Eemce Mihad, Tuhin And Miraz
- Music, Lyrics And Tune : Eemce Mihad
- Lyrical Video & Thumbnail : Abdul Kader Tuhin
Post a Comment