আছে বাকি-Ache baki Lyrics Nachiketa Chakraborty | Keshab Dey
তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি,
তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি,
তোমায় ভালোবাসা ছাড়া
আর কিছু আছে নাকি ..
তোমায় ভালোবেসে আবার
কে জানে কোন
অতল গভীর সাগর লুকিয়ে ওই চোখে,
তবু জীবন
তবু হাসি হাজার ব্যথা যার শোকে,
জানি স্বপ্নেরা ঝরাপাতা তবু
জানি স্বপ্নেরা ঝরাপাতা তবু,
আকাশ কুসুম ছবি আঁকি ..
ও.. তোমায় ভালোবেসে আবার
আমার হাতেই আমার জীবন
কেন হাতবদলে ও হই রাজি,
জানি তোমার ছোঁয়ায় মরণ
তবু ধরতে চাই কেন বাজি,
জানি ফাগুন ফুলেরা দারুন শীতে
জানি ফাগুন ফুলেরা দারুন শীতে,
আগুন কে দিয়ে যাবে ফাঁকি ..
তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি,
তোমায় ভালোবেসে আবার
নিজেকে চেনা আছে বাকি।।
- Song Name : Ache Baki
- Singer : Nachiketa Chakraborty
- Music : Keshab Dey
- Lyrics : Nachiketa Chakraborty
- Arrangements : Arnab Chowdhury
- Direction : Soumyajit Ganguly
- Creative Director : Sabyasachi Mondal
- DOP : Sujoy Panigrahi
- Music Distribution : Swaralipi Music Venture By Keshab Dey
Post a Comment